ডায়াগনস্টিক সেন্টারের কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের প্রলোভনে দেখিয়ে ডায়াগনস্টিক সেন্টারের এক নারী কর্মীকে (২৮) ধর্ষণের অভিযোগে মিনহাজুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করে জেলে হাজতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি সোহেল আহমেদ বলেন, ‘ধর্ষণের অভিযুক্ত যুবক বারখাইন ইউনিয়নের ঝিওরি এলাকার সাহাব মিয়ার পুত্র। তার ঘরে স্ত্রীও রয়েছে বলে সে পুলিশকে জানায়।’

মামলার এজাহার সূত্র জানা যায়, ভিকটিম নারী উপজেলার চাতরী চৌমহনী বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। চাকরীর সুবাধে অভিযুক্তের মিনহাজ পরিচয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে বৈরাগ ইউনিয়নের তেলের দোকান এলাকায় ভাড়া বাসা নিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এঘটনায় গত মঙ্গলবার থানায় ভিকটিম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।