স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফটিকছড়িতে অননুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) চট্টগ্রাম খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে আমরা ভুজপুর কাজিরহাট বাজারের আধুনিক সেবা ডায়াগনস্টিক সেন্টার, চেক আপ পয়েন্ট এবং হেলথ কেয়ার নামে এই তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি।
তাদের কাগজপত্র বৈধ থাকায় কোনো শাস্তি বা জরিমানা করা হয়নি। তবে তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিজস্ব ল্যাব এবং শহর থেকে পরীক্ষা করে আনা টেস্টসমূহের আলাদা মূল্য তালিকা না থাকায় প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলে জানান সাব্বির রহমান।
মন্তব্য নেওয়া বন্ধ।