ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের কারণে চট্টগ্রামের শেভরণ ল্যাবরেটরিজের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
সোমবার (১৭ জুলাই) এক অফিস আদেশে তিনি জেলা সিভিল সার্জন উল্লেখ করেন—‘১৬ জুলাই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০/- (তিনশত) টাকা গ্রহণের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার প্রতিষ্ঠান (শেভরণ) রশিদের মাধ্যমে ডেঙ্গু NS1 ১৬০০/- (এক হাজার ছয়শত) টাকা এবং IgG/IgM ১২০০/- (এক হাজার দুইশত) টাকা গ্রহণ করে সরকারি সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।’
‘যেহেতু ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও একটি স্পর্শকাতর বিষয়ে অতিরিক্ত ফি আদায় করে আপনার প্রতিষ্ঠান দায়িত্বহীনতার ও ঔদ্ধত্যপূর্ণ কর্ম সম্পাদন করেছেন।’
‘যেহেতু ডেঙ্গু পরীক্ষার ফি গ্রহণ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত আপনার প্রতিষ্ঠানকে অত্র কার্যালয় হতে ইতিপূর্বে অবহিতকরণ করা হয়। তথাপি অতিরিক্ত ফি আদায় করে জনগণের নিরবিচ্ছিন্ন স্বাস্থ্য সেবা/ চিকিৎসা সেবা কার্যক্রমকে ব্যাহত করছে।
সেহেতু বর্ণিত কারণাধীনে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এর ব্যাখ্যা ল্যাব পরিচালনার লাইসেন্স এবং অন্যান্য প্রমাণকসহ সংযুক্ত করে ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে অবহিতকরণ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠান/ প্যাথলজিক্যালের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিমিটেডের জিএম পুলক পারিয়াল চট্টগ্রাম খবরকে বলেন, আমরা সরকার নির্ধারিত ফি নিচ্ছি। একটা বিলে অতিরিক্ত চার্জ হয়েছে। আমরা সেই টাকা ফেরৎ দিয়েছি। কিন্তু সিভিল সার্জন কার্যলয়ে অভিযোগ হওয়াতে আমাদের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা বন্ধ রেখেছি। আগামীকাল আমরা যাবতীয় ডকুমেন্ট সাবমিট করবো। আশা করছি ভুল বোঝাবুঝির অবসান হবে।
আরও পড়ুন: শেভরণে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে হচ্ছিল রোগ নির্ণয়!
মন্তব্য নেওয়া বন্ধ।