সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডিশ মশা নিধন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। বুধবার (১২ জুলাই) উপাচার্য বরাবর পাঠানো এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানায় সংগঠনটি।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বেড়ে চলেছে। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সমগ্র দেশেই প্রতিদিন অগণিত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মারা যাচ্ছেন।
এতে আরও বলা হয়, পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত আবাসিক হল ও অনুষদগুলোতে এবং তার আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি এডিস মশার প্রজনন ও বিস্তারকে ঝুঁকিপূর্ণভাবে বাড়িয়ে তুলেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আবাসিক হল সমূহে ছাত্র-ছাত্রীরা ফিরে আসার পূর্বেই ক্যাম্পাসকে পরিপূর্ণভাবে ডেঙ্গুর প্রভাব মুক্ত করতে এডিস মশা নিধন কর্মসূচি গ্রহণ করা হোক।
মন্তব্য নেওয়া বন্ধ।