নাটকীয় প্রত্যাবর্তনের গল্প রচনা করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই দ্বিতীয় মেয়াদ শুরুর সঙ্গে সঙ্গে নতুন ‘স্বর্ণযুগ’ শুরুর ঘোষণা দেন তিনি।
সোমবার, ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে শপথ নেন ৭৮ বছর বয়সী ট্রাম্প। শপথ নেওয়ার সময় তার হাত ছিল দুইটি বাইবেলের ওপর—একটি তার মা ম্যারি ট্রাম্পের দেওয়া এবং অন্যটি ১৮৬১ সালে আব্রাহাম লিংকনের ব্যবহৃত ঐতিহাসিক বাইবেল।
শপথের পর অভিষেক ভাষণে ট্রাম্প বলেন, আজ থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আমি আমাদের দেশকে পুনরায় শ্রেষ্ঠত্বের আসনে ফিরিয়ে নেব।” তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারই হবে তার প্রশাসনের মূল লক্ষ্য।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শুরু থেকেই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। অভিষেকের ভাষণে তিনি ঘোষণা দেন, প্রশাসনের ফেডারেল কাঠামো ঢেলে সাজানোর জন্য ‘প্রজেক্ট ২০২৫’ বাস্তবায়ন করা হবে। এর আওতায় ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই এবং গুরুত্বপূর্ণ সংস্থাগুলো বেসরকারিকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে ব্যাপকভাবে পরিবর্তন করবে, যা ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
ট্রাম্প তার অভিষেক ভাষণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাব পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন চুক্তির কথা উল্লেখ করেন তিনি।
তবে সমালোচকরা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বৈশ্বিক রাজনীতিতে আরও কঠোর ও বিতর্কিত অবস্থান দেখা যেতে পারে। বিশেষত, তার অভিবাসননীতি, জলবায়ু চুক্তি থেকে সরে আসার পরিকল্পনা এবং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের প্রতি তার কঠোর মনোভাব নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে।
‘ডিপ স্টেট’ ভেঙে দিয়ে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশ জারি করা হতে পারে।
বিশ্বজুড়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রভাব নিয়ে যেমন আগ্রহ, তেমনি শঙ্কারও কোনো কমতি নেই। তার শাসনামলে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের রাজনীতিতে কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়।
Donald Trump was sworn in as the 47th President of the United States after writing a dramatic comeback story. He announced the beginning of a new ‘golden age’ with the start of his second term.
The 78-year-old Trump was sworn in at noon local time on Monday, January 20, at the Capitol building in Washington. When he took the oath, his hands were on two Bibles—one given to him by his mother Mary Trump and the other a historical Bible used by Abraham Lincoln in 1861.
After taking the oath, Trump said in his inauguration speech, “Today begins the golden age of the United States. I will return our country to its place of excellence.” He also said that the main goal of his administration would be to restore the country’s sovereignty and economic security.
Trump has indicated major changes from the beginning of his second term. In his inauguration speech, he announced that ‘Project 2025’ would be implemented to overhaul the federal structure of the administration. Under this, massive layoffs of federal employees and the privatization of important agencies have been planned.
Analysts say that this project will drastically change the administrative structure of the United States, which has already sparked controversy.
In his inaugural address, Trump pledged to establish world peace and restore the geopolitical influence of the United States. He mentioned a new agreement aimed at establishing peace in the Middle East.
However, critics say that Trump’s second term may see a more harsh and controversial position in global politics. In particular, concerns have already been raised about his immigration policy, plans to withdraw from the climate agreement and his harsh attitude towards the LGBTQ+ community.
The Trump administration is moving forward with the goal of dismantling the ‘deep state’ and taking full control of the administration. As part of this, several executive orders may be issued on the first day.
There is no shortage of interest and concern about the impact of Trump’s second term around the world. What changes occur in US and world politics during his reign is now a matter of concern.
মন্তব্য নেওয়া বন্ধ।