চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ড্রিল জালাল ওরফে হামকা জালাল ৩ হাজার ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়েছে। জালাল বিলুপ্ত হওয়া ভয়ঙ্কর হামকা গ্রুপের সদস্য। প্রতিপক্ষকে ড্রিল মেশিন দিয়ে পায়ে ছিদ্র করে দিয়ে ড্রিল জালাল হিসেবে পরিচিতি পায়। জালাল চান্দগাঁওয়ের শমসের পাড়ার বজল খলিফার বাড়ির মো. ইসমাইলের পুত্র।
বুধবার (১৯ এপ্রিল) রাতে সাড়ে ১০ টায় পূর্ব সমসের পাড়া বড় পুকুরের পূর্ব পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান চৌধুরী।
ওসি মাঈনুর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সমসের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ড্রিল জালালকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে মো. মিরাজ (৩২) ও মো. দিদার (৩০) দুইজন কৌশলে পালিয়ে যায়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে তা চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করত। এছাড়া তারা কোন পেশার সঙ্গে জড়িত নয়। তারা পরস্পর যোগসাজসে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
এই ঘটনায় চান্দগাঁও থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। জালাল মাদকদ্রব অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের ভগ্নিপতিকে অপহরণ করে ২০২০ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।