ঢাকায় তথ্য কেন্দ্র চালু করলো থাইল্যান্ডের ভেজথানি হাসপাতাল

‘কিং অব বোন’ খ্যাত থাইল্যান্ডে অন্যতম সেরা হাসপাতাল ভেজথানি তথ্য কেন্দ্র চালু করেছে ঢাকার পান্থপথে।
এই উপলক্ষে রাজধানী ঢাকার বনানী ক্লাবে ‘ইনোভেটিভ স্পাইন সার্জারি’ শীর্ষক অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের অন্যতম সেরা স্পাইন সার্জন ডা: এক্কাফুল লারকুমনুয়াফুল ।

ভেজথানি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে বক্তব্য রাখেন ভেজথানী হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার জনি মায়ে সারডন। হাসপাতালের আধুনিক চিকিৎসা নিয়ে বক্তব্য রাখেন ভেজথানি হাসপাতালের রোগী ও প্রখ্যাত অভিনেতা জিতু আহসান, আরও বক্তব্য রাখেন ভেজথানি হাসপাতালের স্থানীয় প্রতিনিধি মেডিএইডারের চেয়ারম্যান শেখ শায়ের হাসান ও প্রধান নির্বাহী শাব্বির আহমেদ তামীম।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ভেজথানি জেসিআই ইন্ট্যারন্যাশনাল হাসপাতাল, যা বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করে। ৫০০ শয্যার এই হাসপাতালে ১৪০ টি দেশের প্রায় ৩ লক্ষ রোগী চিকিৎসা সেবা নিয়েছে।
হাসপাতালে চিকিৎসা সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ তথ্যকেন্দ্রের হটলাইন ০১৭১৪১১৯৯৯৬ নাম্বার অথবা ৫৬ লেক সার্কাস, পান্থপথ এই ঠিকানায় বিস্তারিত তথ্য জানা যাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।