ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের মাটিয়ারায় ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।
এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১ পুলিশ সদস্য।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার ভোররাত সোয়া ১২টার দিকে সদর দক্ষিণ এলাকার মাটিয়ারাতে এক প্রবাসীর প্রাইভেটকার থামিয়ে ডাকাতি করার সময় টহল পুলিশ ধাওয়া করলে ডাকাতদলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়।

এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন উল্লেখ করে ওসি জানান, আটককৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, প্রবাসীর কাছ থেকে ডাকাতি করা ল্যাপটপ ও অন্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

আহত ডাকাত ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।