ঢাকা টেস্ট : টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। তাই বছরের শেষ টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৮৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে সাকিবের দল। সিরিজ বাঁচাতে হলে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে ৯টায়।

ঢাকা টেস্টে বাংলাদেশ দলে পরিবর্তন দুটি। ইয়াসির আলী রাব্বির জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। এবাদত হোসেনের জায়গা নিয়েছেন তাসকিন আহমেদ।

বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় দিয়ে শুরু করা বাংলাদেশ ক্রিকেট দল জয়ের দেখা পায়নি আর কোনো টেস্টেই। মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্টে ড্র করাটাই চলতি বছরে টাইগারদের বোলার মতো সাফল্য। বছরের শেষটা কী জয় দিয়ে রাঙাতে পারবে টাইগাররা? উত্তরটা মিলবে ঢাকা টেস্টেই। বছরের শেষ টেস্টে ভারতের বিপক্ষে নামছে টাইগাররা।

ঢাকার আগে চট্টগ্রামের অভিজ্ঞতাটা ভালো হয়নি টাইগারদের। ওয়ানডে সিরিজে আধিপত্য দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতেই ম্রিয়মাণ। ১৮৮ রানের হারে পাওনা বলতে ওপেনার জাকির হোসেনের সেঞ্চুরি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার হিসেবে চট্টগ্রাম টেস্টে অভিষেক এই তরুণের। প্রথম ইনিংসে ২০ রান করে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন সেঞ্চুরি করে। অভিষেক টেস্টেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তালিকায় নতুন সংযোজন জাকির।

মন্তব্য নেওয়া বন্ধ।