চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার বাদামতলী এলাকার এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার মৃত আইয়ুব আলমের ছেলে ও সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন মিশুর ছোট ভাই।
নিহতের ভাই নাজমুল হোসেন মিশু জানান, তার ভাই ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলার সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘নাহিদের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। কয়েক মাস আগে তার বাবাও মারা গেছে। আমি তাদের বাড়িতে যাচ্ছে।’
মন্তব্য নেওয়া বন্ধ।