বান্দরবানের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন। এ সময় তিনি কর্মরত সাংবাদিকদেরকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে সকলের সাথে সমন্বয় করে কাজ করার কথা জানান।
বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
মতবিনিমিয় সভায় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের কর্মরত সাংবাদিকরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করেন বলে জেনেছি। তাই আগের জেলা প্রশাসকদের যেভাবে সহযোগিতা করেছেন, সেভাবেই সাংবাদিকদের কাছে সবার সহযোগিতা করবেন। যতদিন বান্দরবানে আছেন ততদিন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, এনডিসি শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা।
মন্তব্য নেওয়া বন্ধ।