দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে। তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার (১৫ নভেম্বর) রাতে চট্টগ্রামে আনোয়ারার বন্দর কমিউনিটি সেন্টারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এবং উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনে দেখা গেছে, চাতরী চৌমুহনী বাজারে নেতাকর্মীরা বিকাল থেকেই ভিড় জমান। পরে তফসিল ঘোষণার পর নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। বঙ্গবন্ধু টানেল সড়কসহ আশপাশে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে যুবলীগের মিছিলটি। এ সময় ‘৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন’, ‘উন্নয়নের প্রতীক নৌকা নৌকা’ স্লোগানে মুখরিত হয় রাজপথ।
যুবলীগের আনন্দ মিছিলে যুবলীগের সদস্য আলী আকবর চৌধুরী, সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মো. রাশেদ রিভেল, মো. ফোরকান, মোহাম্মদ আবছার, ইউনিয়ন যুবলীগ সভাপতিদের মধ্যে গিয়াস উদ্দিন টিটু, কামরুল ইসলাম মামুন, মোহাম্মদ ফরিদ, আজাদুল ইসলাম শিমূল, আবদুল আওয়াল মিন্টু, সাধারণ সম্পাদকদের মধ্যে ওবাইদুল হক মুন্না, নঈমুদ্দিন, কাজী কায়সার, যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির, নোবেল নাথ, উপজেলা ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াছ, মো. সালা উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।