তাইজুল-মিরাজের নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এগিয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানেই বাংলাদেশি বোলারদের মোকাবেলা করে শুভমান গিল ও লোকেশ রাহুল। পরে নিয়মিত বিরতিতে ভারতীয় ব্যাটারদের ফাঁদে ফেলতে থাকে বাংলাদেশি বোলাররা। ক্যাচ মিসের পরেও তাইজুল-মিরাজের নৈপুণ্যে প্রথম দিনে ২৭৮ রান দিয়ে সফরকারিদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। কুয়াশাভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখে আসছি শুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। প্রথম ৭ ওভারে সাকিব তিন বোলারকে ব্যবহার করেও তাদের পরীক্ষায় ফেলতে পারেননি। অবশেষে প্রথম ঘণ্টার শেষ ওভারে গিয়ে সাফল্য পায় স্বাগতিক দল। ইয়াসির আলীর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন শুভমান গিল (২০)। তাইজুলের লেগ স্ট্যাম্পে থাকা ফুল লেন্থের বল প্যাডেল সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। তাতে ভারতের উদ্বোধনী জুটি ভাঙে ৪১ রানে।

১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। এবার তাইজুলের ঘুর্ণিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।

লাঞ্চের পর মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন রিশভ পান্ত। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। দলীয় ২৬১ রানে তাইজুল ইসলামের বলে ফিরে যান পূজারা। আউট হওয়ার আগে তিনি ৯০ রান করে। এরপর দিনের শেষ ওভারের শেষ বলে মিরাজের ঘূর্ণিতে এলবিডাব্লিউর শিকার হন অক্ষর প্যাটেল (১৪)। এই অফস্পিনারের বলটি অক্ষরের ব্যাটের ফাঁক গলে পায়ে আঘাত হানে। ভারতীয় রিভিউ নিলেও আম্পায়ারের আগের সিদ্ধান্তই বহাল থাকে।

অপর দিকে ৮২ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আইয়ারকে ভাগ্যবান বলতেই হবে। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরির কাছে আছেন তিনি। একবার ৬৭ রানের মাথায় মিরাজের বলে ডিপ মিটউইকেটে সহজ ক্যাচ দিলেও সেটি ফেলে দিয়েছেন এবাদত। তার পর আর ১০ রান তুলে এবাদতের বলে ক্লিন বোল্ড হলেও অবিশ্বাস্য ভাবে বেঁচে যান তিনি। কেননা বল স্ট্যাম্পে আঘাত হানলেও বেলস পড়েনি তার। নিয়ম অনুযায়ী তাই নটআউট থেকেছেন। গুরুত্বপূর্ণ এই উইকেটটি তুলে নিতে পারলে দিনটি পুরোপুরি বাংলাদেশের হতে পারতো।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংসে ৯০ ওভার শেষে: ২৭৮/৬ (পূজারা ৯০, শ্রেয়াস ৮২*, পান্ত ৪৬; তাইজুল ৩/৮৪, মিরাজ ২/৭১, খালেদ ১/২৬)।

মন্তব্য নেওয়া বন্ধ।