তারেক রহমানের ৩১ দফাতেই দেশের রূপরেখা: বিএনপির মনোনয়ন প্রার্থীর গণসংযোগ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপি নেতা ও চট্টগ্রাম জেলা জজ আদালতের এপিপি এডভোকেট এম. লোকমান শাহ্ বলেন, ‘আগামী প্রজন্মের স্বপ্ন, নারীর সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতসহ মানুষের অধিকার বাস্তবায়নের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাতেই রয়েছে। বিএনপি সরকার গঠন করলে এদেশের মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করবে।

রোববার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজারে তারেক রহমানের ৩১ দফা প্রচার ও জনমত সৃষ্টির লক্ষে গণসংযোগ শেষে এ কথা বলেন। তিনি বলেন, আমি বিএনপির মনোনয়নে নির্বাচিত হলে এই উপজেলার বেকার সমস্যা সমাধানে কাজ করব। এখানকার ৬০ শতাংশ শিক্ষিত লোক এখনো বেকার। অথচ এই উপজেলাতেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। আমাদের দাবী থাকবে আগে এই উপজেলার বেকার সমস্যা সমাধান করে তারপর বাহিরের লোককে চাকরি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদল নেতা আবু বক্কর, বিএনপি নেতা ইমরান শাহ্, জয়নাল আবেদীন, আবু জহির, ফোরকান শাহ, মোহাম্মদ সিরাজ, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল, আইয়ূব, কায়সারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।