বন্দর নগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ টেলিফোন ভবনের সামনে বিদ্যুতের খুঁটিতে থাকা ইন্টারনেটের তারের জঞ্জালে আগুন লেগেছে। এতে আগ্রাবাদ ও আশেপাশের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) বিকেল তিনটার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন নিভে যাওয়ায় কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, বিদ্যুতের খুঁটিতে খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা জানান, আগুন লাগলে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। আগুন নিভানোর পর বিদুৎ সরবরাহ স্বাভাবিক হলেও রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট সেবা সচল করা যায়নি।
মন্তব্য নেওয়া বন্ধ।