তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে, গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাংচুর

চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। তিনটি উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। বেশ কয়েকটি স্থানে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠেছে। এর মধ্যে বোয়ালখালীতে গণমাধ্যম কর্মীদের বহনকারী গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। আনোয়ারা, চন্দনাইশের বেশীরভাগ ভোট কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

এরই মধ্যে আনোয়ারার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নম্বর বরৈয়া ওয়ার্ডে সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল নামের এক সদস্য প্রার্থী মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি তালা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে আছেন জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আনোয়ারা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, রাজিব চৌধুরী, শিরিণ আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান ও সুবল চাকমা দায়িত্ব পালন করছেন।

বোয়ালখালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক, জিসান বিন মাজেদ, মো. রাজীব হোসেন, আবু রায়হান ও এসএমএন জামিউল হিকমা দায়িত্ব পালন করছেন।

চন্দনাইশ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সজীব কান্তি রুদ্র, আশরাফুল আলম ও মো. মাসুদ রানা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।