চট্টগ্রামের ফটিকছড়ির নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী ইউএনও সাব্বির রাহমান সানি তাকে দায়িত্ব বুঝে দেন।
এর আগে, গত ১০ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম কর্তৃক স্বাক্ষরিত সংস্থাপন শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে ফটিকছড়ির নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়।
ফটিকছড়ির নতুন ইউএনও হিসেবে নিয়োগ পাওয়ার আগে মোজাম্মেল হক চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং আগ্রাবাদ রাজস্ব সার্কেলও এ কর্মরত ছিলেন।
মোজাম্মেল হক চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৫তম ক্যাডারের সদস্য। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।