দালানকোঠা নয় বিনিয়োগ করুন সন্তানদের পেছনে—বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বিনিয়োগ করুন সন্তানদের পেছনে। দালানকোঠা করার দরকার নেই। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে বড় বিনিয়োগ। আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে সুশিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনকে বিকশিত করতে হলে নিজেকে শিক্ষায় বিকশিত করতে হবে। জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের যে ভূমিকা, এই ভূমিকা অনন্য-অসাধারণ। এ কারণে আমি মনে করি একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যায়ের পুলিশ লাইন স্কুল ভবন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের সভাপতি বান্দরবান পার্বত্য পুলিশ সুপার সৈকত শাহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন। লতা হারবাল বিডি লিমিটেড এর চেয়ারম্যান আইউব আলী ফাহিম। বান্দরবান সরকারি কলেজেরের অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী। বান্দরবান পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম প্রমুখ

মন্তব্য নেওয়া বন্ধ।