দিদারুল আলমের মৃত্যু বার্ষিকীতে সিপিজেএ’র দোয়া মাহফিল

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি দিদারুল আলমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। সংগঠনের যুগ্ন সম্পাদক নিপুল কুমার দে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিজেএ’র সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব কাজী মহসীন, সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের সাবেক যুগ্নমহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, রিয়াজ হায়দার চৌধুরী। সিপিজেএ উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা ফটো সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু ও মোহাম্মদ ফারুক।

স্মরণ সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে মহামারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দিদারুল আলম ছিলেন একজন পেশাদার আলোকচিত্র সাংবাদিক এবং একজন দক্ষ সংগঠক। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মত সংগঠনে নেতৃত্ব দিয়েছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন। মহামারী করোনায় তাঁর মৃত্যুতে তিনি শহীদি মর্যাদা লাভ করেছেন। বক্তরা ভবিষ্যতে দিদারুল আলমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, তাপস বড়ুয়া রুমু, এ জেড এম হায়দার, গোলাম মাওলা মুরাদ, কামাল উদ্দীন খোকন, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সুভাষ কারণ, প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবতী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনী দে, সদস্য আমিনুল ইসলাম মুন্না, শ্যামল নন্দী।

মরহুম দিদারুল আলমের সহধর্মিনী দিলরুবা বেগম দিপ্তী ও তাঁর কন্যা সামান্তা দিদার দিঘীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সদস্য হেলাল সিকদার, সাইদুল আজাদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য রনি দাশসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে শাহ্ আনিস মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দীনের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।