দিন দুপুরে দেয়াঙ পাহাড়ে বন্যহাতির অবাধ বিচরণ

কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) ভেতরেই ঐতিহাসিক দেয়াঙ পাহাড়ের একটা অংশ রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার পাহাড়ি পথ দিয়ে দেয়াঙ পাহাড়ের বন্যহাতির চলাচল বিগত ৫ বছর থেকেই।

তবে এবার রোববার (২৭ মার্চ) দিনের বেলায় বন্যহাতির উপস্থিতি দেখলো দেয়াংবাসী। এতদিন কেবল সন্ধ্যার পর হাতি লোকালয়ে নেমে আসতো খাবারের সন্ধানে।

কেইপিজেডে দিনের বেলায় হাতি বিচরণের দুটি ভিডিও চট্টগ্রাম খবরের হাতে এসেছে। একটিতে দেখা যায় দুটো হাতি ইপিজেডের অভ্যন্তরীন সড়ক পার হচ্ছে। অপর ভিডিওতে দেখা যায় ধীরস্থীর হাতি দুটি খাবার খাচ্ছে।

হাতি বিচরণের প্রত্যক্ষদর্শীরা বলেন, এই এলাকায় এতদিন হাতি খাবারের সন্ধানে লোকালয়ে আসতো। মানুষের ক্ষেত-খামারসহ ঘর-বাড়ি নষ্ট করতো। তবে রোববার বিকেলে রাস্তা পার হতে দেখা হাতি দুটি বেশ শান্ত ছিল। হাতিগুলো খাবারে মনোযোগী ছিল। তবে তাদের মাঝে কোন হিংস্রতা দেখা যায়নি।

মন্তব্য নেওয়া বন্ধ।