দীঘিনালার কবাখালী বাজার পরিচালনা কমিটির গঠন

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার কবাখালী বাজার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পরিচালনা কমিটির গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাজার পরিচালনা কমিটির আয়োজন বাজার পরিচালনা কমিটির কার্যালয়ের সামনে নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কবাখালী বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা অমরেশ জ্যোতি চাকমা।

এতে বক্তব্য রাখেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, কবাখালী ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আব্দুল খালেক, বিএনপি প্রবীন নেতা মো. চাঁন মিয়া মেম্বার।

আলোচনা সভায় শেষে কবাখালী বাজার দোকান প্লট মালিক ও ব্যাবসায়ীদের সম্মতিক্রমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কবাখালী বাজার পরিচালনা কমিটির গঠন করার সিদ্ধান্ত হয়।

সভাপতি পদে ৩ জন প্রার্থী হওয়ায় তাৎক্ষনিক কবাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আব্দুল খালেককে প্রধান নির্বাচন কমিশন করে মো চাঁন মিয়া ও অমরেশ জ্যোতি চাকমাকে সহকারী কমিশনার করে ৩ সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

এতে সভাপতি পদে মো: আমির হোসেন দুলাল আপেল প্রতীক, মো: আলমগীর হোসেন মোরগ প্রতীক ও মো: সিরাজুল ইসলাম মাছ প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে দুপুর ১২টায় হতে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনে মো: আমির হোসেন দুলাল আপেল প্রতীকে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: আলমগীর হোসেন মোরগ প্রতীকে ৪০ ভোট, মো: সিরাজুল ইসলাম মাছ পতিকে ২৪ ভোট পেয়েছে।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন মজুমদার ও কোষাধক্ষ পদে মো: বাচ্চু মিয়া নির্বাচিত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।