দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলির সফল প্রতিস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। গত শনিবার পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার খুলির অংশ স্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন এবং সুস্থ হচ্ছেন।

জানা গেছে, সংঘর্ষের ঘটনা ঘটেছিল ৩০–৩১ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে। যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ সংঘটিত হয়। এই ঘটনায় সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ ২০০ শিক্ষার্থী আহত হন এবং ১০–১২ জন স্থানীয় বাসিন্দাও আহত হন।

নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মু. ইসমাঈল হোসেন মামুনের খুলি প্রতিস্থাপন করেন। অপারেশনের পর তিনি জানান, অপারেশন সফল হয়েছে। কিছু জটিলতা থাকায় আগে বিষয়টি জানানো হয়নি। দু-এক দিনের মধ্যে তারা হাসপাতাল থেকে ছুটি পাবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।