দুবাইয়ে স্ট্রোক করে মুহাম্মদ কাজী আবু তাহের (৫৩) নামে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার এক প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
কাজী আবু তাহের উপজেলার নাজিরহাট-পূর্ব ফরহাদাবাদ নুর কাজির বাড়ির মৃত কাজি ফয়জুল কুদ্দুসের ছেলে। গত ৩৪ বছর ধরে আমিরাতে বসবাস করছেন।
শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টা ৩০মিনিটের দিকে দেরা বাংলা বাজার হাজ্বী মোস্তাফা গ্লোসারিতে তিনি স্ট্রোক করেন।
নিহতের সন্তান মুহাম্মদ কাজি তাজবিদুল আমিন রুহান জানান, নিজ বাসার নিচে গ্লোসারিতে বাজারের জন্য গেলে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান বাবা। সেখান থেকে পুলিশ ও ডাক্তার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ দুবাই গেসেজ হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে মরদেহ দেশে পাঠানো হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।