দুর্নীতির অভিযোগে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পার্বত্য জেলা রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদের নেতৃত্বে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (সদর হাসপাতাল) দুদকের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের দুই সদস্য বিশিষ্ট সদস্যর নেতৃত্বে হাসপাতালে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুদকের অভিযানে বিশাল অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। সকাল নয়টায় হাসপাতলে প্রবেশ করেন দুদকের টিম। এ সময় দায়িত্বরত চিকিৎসক ও নার্স সহ অন্যরা যথাসময়ে হাসপাতালে উপস্থিত হয়নি তার প্রমাণও মিলে।

এছাড়াও উপস্থিত নেই হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান রাজু। তিনি ছুটি ছাড়া কোথায় আছে জানেন না সিভিল সার্জন নিজেও। হাসপাতলের খাবারের অনিয়ম দেখার মত। রোগীদের খাবারের তালিকায় যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। একজনের লাইসেন্স ব্যবহার করে অন্যজন খাবার পরিবেশন করছে। তাছাড়া হাসপাতালের পরিবেশ ও ওষুধের নেই কোন ব্যবস্থাপনা।

এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল নয়টায় হাসপাতালে অবস্থান করে হাসপাতালের বেহাল দশা পাই। সরকারি বিধিমালার সাথে কোন কিছুর মিল পাওয়া যায়নি। এমনকি সরকারী বিভিন্ন সম্পদ অযথা নষ্ট করে ফেলছে। নতুন ৫০ শয্যা হাসপাতাল ভবনের বড়-বড় ফাটল, এখানে অবস্থা খুবই খারাপ। তিনি জানান, দ্রুত এসকলে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুর্নীতি দমন কমিশন।

মন্তব্য নেওয়া বন্ধ।