দেয়াঙ পাহাড়ের হাতির আক্রমণে যুবক আহত

বন্যহাতির আক্রমণে চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে মো. বদরুদ্দীন (২৯) নামের এক যুবক আহত হয়েছেন। গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের পাশে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। আহত বদরুদ্দীন স্থানীয় নুরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার রাতে সহপাঠীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দেয়াঙ পাহাড়ে অবস্থানরত একটি বন্যহাতি তাদের ওপর আক্রমণ করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতিটি বদরুদ্দীনকে শুঁড় দিয়ে আচাড় মারে। সহপাঠীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।

ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেন জানায়, দেয়াঙ পাহাড়ে অবস্থানরত হাতিগুলো প্রায় সময় লোকালয়ে এসে ফসল ও মানুষের ক্ষতি করে। হাতিগুলো সরানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।