দেশব্যাপী সোমবার পর্যন্ত চলবে গণটিকা

গণটিকার সময় বাড়ানো হয়েছে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে আগামী ২৮ তারিখ পর্যন্ত গণটিকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সকালে দেশব্যাপী শুরু হয়েছে একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

দিনব্যাপী টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা বিভিন্ন শ্রেণি-পেশা এবং বয়সের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ এবং মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

আরও পড়ুন:
আজ এক কোটি মানুষকে টিকা প্রদানের দিন

মন্তব্য নেওয়া বন্ধ।