চট্টগ্রামে মিরসরাইয়ে বসতবাড়ি থেকে দেশি ও বিদেশি মদসহ মো. জাহেদ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কলেজ সংলগ্ন হিজরা ফারুকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এসময় তার বসতঘরে অভিযান চালিয়ে ৭১ বোতল বিদেশি মদ ও ২০ লিটার দেশিয় তৈরি চোলাইমদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জাহেদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহেদ হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় গ্রেপ্তারকৃত আসামী জাহেদের কাছ থেকে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ৭১ বোতল বিদেশি মদ ও ২০ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার ৮শ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হয়েছে বলে ওসি জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।