বিএনপির যুগ্ম-মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আলিফ হত্যাকাণ্ডের আইনি প্রক্রিয়া চলছে। আমরা চাই প্রকৃত দোষী যারা তাদের শাস্তি চাই। আমরা এটাও চাই না যেন কেউ হয়রানি হোক। আমরা চাই প্রকৃত যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক বিচার যেন হয়।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারেঙ্গা লতাপীর মাজার সংলগ্ন আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সফরসঙ্গী হিসেবে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যাতে মৌলবাদের রাজনীতি যারা করে তারা শিক্ষা পায়। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এখানে মৌলবাদ এবং উগ্রবাদের কোন স্থান নেই।
এর আগে, গত ২৬ নভেম্বর দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় দাশের জামিন নামঞ্জুরের ঘটনায় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।