দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে বহুমুখী কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে সরকার। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত ‘পভার্টি ম্যাপ অব বাংলাদেশ–২০২২’ শীর্ষক ডিসেমিনেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রতিবছর দেশের দারিদ্র্য পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং তা সরকারের কাছে উপস্থাপন করে, যাতে কার্যকর নীতিনির্ধারণ সম্ভব হয়। ভুল-ত্রুটিমুক্তভাবে এ তথ্য সংগ্রহের জন্য বিভাগটি প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।
সচিব আরও জানান, বিবিএস এখন ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করছে, ফলে দারিদ্র্য বিশ্লেষণ আরও সহজ হয়েছে। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশে সামগ্রিকভাবে দারিদ্র্যের হার কমলেও কিছু এলাকায় এখনও এটি উদ্বেগজনকভাবে বেশি রয়ে গেছে, যা নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিশ্বব্যাংক, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের পাশে রয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মন্তব্য নেওয়া বন্ধ।