দেশ ছেড়ে পালানোর সময় টিম কোতোয়ালীর হাতে পাকড়াও পিস্তল বাবু

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী আবু আহম্মেদ বাবু প্রকাশ পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে টিম কোতোয়ালী।

শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছে বিশ্বস্তসূত্র। তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানার একটি টিম চট্টগ্রাম রওয়ানা দিয়েছে। এ বিষয়ে রোববার সিএমপি বিস্তারিত জানাবে বলে জানা গেছে।

পিস্তল বাবু সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামের যুবককে খুন করেছে বলে জানায় পুলিশ। নিহত যুবক চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার মৃত আব্দুল মাবুদের পুত্র।

একই ঘটনায় মো. মোবারক (২৭) নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলোগ্রাউন্ডে বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে পূর্ব পরিচিত আবু আহম্মেদ বাবুর (পিস্তল বাবু) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. মঈনুদ্দিন ও মো. মোবারক ছুরিকাঘাত করে পিস্তল বাবু। এসময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার মো. মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পিস্তল বাবু মঈনুদ্দিনকে খুনের পর প্রথমে কক্সবাজার গিয়ে আত্মগোপন করে। সেখানে পুলিশের তৎপরতা টের পেয়ে স্থান পরিবর্তন করে। আখাউড়া সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে পুলিশ খবর পায়। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।