দ্বিতীয়বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে চ্যাম্পিয়ন চবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হকি দল।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় হকি দলকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হকি দল। এ নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকিতে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হকি দল। গতবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

এ বিষয়ে চবি হকি টিমের অধিনায়ক সৌমেন দত্ত বলেন, অনেক বাধা বিপত্তি পার করে আমরা চ্যাম্পিয়ন হতে হয়েছি। দলের খেলোয়াড়রা তাদের সাকর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেলেছে বলেই আমরা এ গৌরব অর্জন করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের জন্য এ জয় এনে দিতে পেরে এতটাই আনন্দিত যে তা ভাষায় প্রকাশ করা যাবে না।

চবি ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের পরিচালক ও হকি টিমের ব্যবস্থাপক অধ্যাপক আনিসুল আলম বলেন, ছেলেরা খুব পরিশ্রম করেছে টুর্ণামেন্টের জন্য। এর ফলাফলও আজ চোখের সামনে। আমাদের টিম পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এটা সত্যিই আনন্দের বিষয়। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মন্তব্য নেওয়া বন্ধ।