দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন। অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান প্রসঙ্গে মো. ইশতিয়াক ইমন বলেন, ‘উপজেলা প্রশাসন বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে চলেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।’

মন্তব্য নেওয়া বন্ধ।