অন্তবর্তীকালীন সরকার প্রতি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাত ইউএই বিএনপির আয়োজিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস ও ইফতার মাহফিলে তিনি এ দাবি তুলেন। শুক্রবার (৭ মার্চ) আজমান একটি হল রুমে এ ইফতারের আয়োজন করা হয়।
তিনি বলেন,দেশ এবং দেশের বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি করেন। যেকোনো নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতেই হবে বলে জানান তিনি।
গিয়াসউদ্দিন আরও বলেন, ২০০৭ সালের ৭ মার্চ কোনো ধরনের মামলা ছাড়া সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দীন ওয়ান-ইলেভেনের সরকার জরুরি বিধিমালায় তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করেছিল। এ সময় যারা তারেক রহমানকে নিন্দিত করতে চেয়েছিল তারা এখন ঘৃণিত হিসেবে পরিণত হয়েছে। বিপরীতে তারেক রহমান এখন দেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছেন বলেন জানান তিনি।
ইফতার মাহফিলের অনুষ্ঠানে সিরাজুল ইসলাম নওয়াবের সভাপতিত্বে আজিম উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল হালিম, ইউএই বিএনপি ১নং যুগ্ম আহবায়ক প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর,ইউএই বিএনপি যুগ্ম আহ্বায়ক শরাফত আলী, ইউএই বিএনপি সদস্য জাকির হোসেন খতিব, সাবেক কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা তফাজ্জল হোসেন মানিক, মীর কামাল, এডভোকেট শেখ শহীদুল ইসলাম, সেলিম উদ্দনি খান, নুরুন্নবী ভুয়া, জাহেদুল ইসলাম, দুবাই বিএনপি সভাপতি কাজী মনচুর,আল-আইন বিএনপি মফিজুল ইসলাম,আল-দায়িদ বিএনপি সভাপতি এম এ কুদ্দুস মজনু, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, আবুধাবি বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ, শারজায় বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ইউএই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।