দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন, নারী হেনস্থার প্রতিবাদে দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। এসময় তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের চত্বরে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিনের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন।
মানববন্ধরে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “সংস্কার সংষ্কার রব তোলা হচ্ছে প্রকৃত সংস্কার হচ্ছে কোথায়! ধর্ষণের শাস্তির বিধান সংস্কার করতে হবে। অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে।ধর্ষণকে অজামিন যোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। দেশের বিভিন্ন আদালতে চলমান ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
যে সকল আইনজীবী ধর্ষকদের পক্ষে অবস্থান নিবে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা যদি এক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে জুলাই বিপ্লবের মত ছাত্রজনতা বিচারকার্য নিজ হাতে তুলে নিবে।
সভাপতির বক্তব্যে আলাউদ্দিন মহশিন বলেন, জুলাই পরবর্তীতেও দেশব্যাপী টানা ধর্ষনের ঘটনা দুঃখজনক।বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের হেনস্থা করা হচ্ছে, যার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ নিতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে কে ইসলাম ফাহিম, ইমন, মামুন, হাবীব, রবিউল, আরিফ, রাকিব, তৌফিক, সাদকিন, মাহবুব, আমান, রুখন, হুমায়ুনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
মন্তব্য নেওয়া বন্ধ।