চটগ্রাম নগরীতে বাস-সিএনজি চালিত অটোরিক্সা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরোয়ার কামাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার চারজনকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।
আহতদের তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জান্নাতুন মাওয়া (৪০), জিহাদুল ইসলাম (২৮) ও রাজিব (১৮)। জান্নাতুল মাওয়াকে ২ নম্বর এবং জিহাদুল ইসলাম ও রাজিবকে ২৮ নম্বর ওয়ার্ডে করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবী, মায়ের দোয়া সার্ভিসের বাসটি দক্ষিণ দিক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে তথা বহদ্দারহাটের দিকে আসছিলো। কালামিয়া বাজারের ওভারপাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে কয়েকটি গাড়ি উল্টোপথে আসছে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিজেই পাশের লেইনে গাড়ি ডুকিয়ে দেয়। এতে সিএনজি এবং মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।