চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িতে স্ত্রীর করা যৌতুকের মামলা প্রত্যাহারের জন্য ভাগ্নিকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত মেয়েটিকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) সন্ধ্যা ৬টায় কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তার স্ত্রী হোসনে আরা বেগমের করা একটি যৌতুকের মামলা আদালতে বিচারাধীন। শনিবার সকালে পশ্চিম মাদারবাড়ি এলাকায় খেলা করার সময়ে হোসনে আরার ছোট বোনের মেয়েকে ডাক দেন সেলিম। পরে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার জন্য মেয়েটিকে অপহরণ করে কক্সবাজার নিয়ে যান তিনি।
সদরঘাট থানার ওসি মো. খাইরুল ইসলাম জানান, শনিবার কক্সবাজার থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও সেলিমকে গ্রেফতার করা হয়। নগরীর সদরঘাট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।