চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় শাহানাজ আক্তার (২৩) ও তার মেয়ে সাবেকুন নাহার ইভার (৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী। শাহনাজ-শাহজাহান দুজনেই পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন।
বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন ইপিজেড থানার ওসি আব্দুল করিম। তিনি বলেন, নিহত শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করতো। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ লেগে ছিল।
মরদেহের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য নেওয়া বন্ধ।