চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কনকা সিএনজি পাম্প মোড়ে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী স্পটেই মারা গেছেন।
বুধবার (১৫ জুন) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, মোটরসাইকেলের দুই আরোহীকে কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। আমরা কাভার্ডভ্যান চালককে ধরতে চেষ্টা করছি।
দুপুর সাড়ে ৩টা পর্যন্ত মোটরসাইকেল আরোহীদের পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।
নিহত ব্যক্তিদের মোটরসাইকেল নম্বর- চট্ট মেট্রো হ ২০-২৪৯৯
একই দিন দুপুর সাড়ে ১২টায় জেলার লোহাগাড়ায় আরেক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হন।
মন্তব্য নেওয়া বন্ধ।