কর্মস্থল থেকে ফেরার পথে চট্টগ্রাম নগরে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক হওয়া বাস চালক আনোয়ার হোসেন টিপুকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
রোববার (২৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত এই আদেশ দেন বলেন জানা গেছে। পুলিশ টিপুকে জিজ্ঞাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, পোশাক কর্মীকে ধর্ষণের চেষ্টায় আটক হওয়া বাস চালক আনোয়ার হোসেন টিপুকে জিজ্ঞাবাদের জন্য আমরা আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস হেল্পার জনি দাশ (২০) এর আগেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা গত ২৬ মে হাটহাজারী থানার কুয়াইশ এলাকা থেকে টিপুকে এবং চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি কলোনি থেকে জনি দাশকে আটক করেছিলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ মে এক পোশাক কর্মীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা হয়। নিজের ইজ্জত বাঁচাতে তিনি জীবন ঝুঁকি নিয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে নিচে পড়ে আহত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখনও সবাই ঘটনা সম্পর্কে অন্ধকারে ছিল।
জ্ঞান ফেরার পর গত ২৫ মে ভিকটিম তার মায়ের কাছে ঘটনা বর্ণনা করেন। এরপর তা মা বাদি হয়ে বাকলিয়া থানা মামলা দায়ের করেন।
চট্টগ্রামে এর আগে বাসে নারীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার দুটি ঘটনা ঘটেছে। ২০১৭ সালের ২৭ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকায় এক পোশাককর্মীকে চলন্ত বাসে ধর্ষণ করা হয়। একই বছরের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়ায় এক গৃহবধূকে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা চালানো হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।