চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নতুন সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ্ খান মুমিন।
মঙ্গলবার (০৭ জুন) সকালে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ পদে যোগ দেন। ৩৬তম বিসিএস’র এ কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ নিজ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা থেকে বদলি হয়ে আনোয়ারায় আসেন। তাঁর জন্মস্থান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।
মঙ্গলবার সকালে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে এ কর্মকর্তা হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে বলেন, জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।
সদ্যবিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর স্থলাভিষিক্ত করা হয় মুমিনকে। গত ৩০মে তানভীর হাসান আনোয়ারা থেকে অন্যত্র বদলি হন।
মন্তব্য নেওয়া বন্ধ।