চট্টগ্রাম শাহ আমানত সেতুতে (নতুন ব্রিজে) নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে হালিশহর মাদরাসা-এ-তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া’র সাবেক শিক্ষক মাওলানা সাইফুল্লাহ খালেদ (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ দুঘর্টনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কর্ণফুলী মইজ্জারটেক এলাকা থেকে নতুন ব্রিজের ওপর এলে গতির নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি উল্টে যায়। এ ঘটনায় একজন মারা গেছেন। আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়েছেন।
আহতরা হলেন— মীর হোসেইন রবিন (৩০), মিজান (২৮), কবির আহমদ (৩০), রাশেদুল ইসলাম (৩০), বশির আহমেদ (৫০), নাসির আহমেদ (৫৫), সাহেবা (২১), জয়নাব বেগম (৩৫), মো: অভি (১২), আরজু (১৭), এবং লাকি আক্তার (৪০)।
জানা গেছে, মাওলানা সাইফুল্লাহ খালেদ সুন্নি মতাদর্শের অনুসারিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় আলেম ছিলেন। তাঁর মৃত্যুতে অনুসারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য নেওয়া বন্ধ।