চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ।
বুধবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, বিকেলে কর্ণফুলী নদীর মন্দির ঘাট থেকে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে টহল দিচ্ছিল নৌ-পুলিশ। এ সময় নদীতে লাশটি ভাসতে দেখে টহল পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল নীল রংয়ের গেঞ্জি ও থ্রি-কোয়াটার প্যান্ট। লাশের পকেটে সিলভার কালারের একটি ব্রেসলেট পাওয়া গেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ।
মন্তব্য নেওয়া বন্ধ।