নানা আয়োজনে সামাজিক সংগঠন ‘আলোকিত’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাইয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোকিত যুব সংঘের আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নেয় প্রায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষ। চিকিৎসা প্রদান করেন ৮ জন এমবিবিএস ডাক্তার। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরণ, শীতার্ত ১শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেনে মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আবুতোরাব জেট ফোর্সের প্রতিষ্ঠাতা এম হেলাল উদ্দিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম আলাউদ্দিন, মিরসরাই থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির সমন্বয়ক মো. আশরাফ উদ্দিন, আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাতা ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো. সাহেদ আহসান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।