চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ স্থানীয় সাংবাদিককের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নে নিজ বাড়িতে এটি অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলাকে নিয়ে নানা পরিকল্পনার কথা উল্লেখ করে মহিউদ্দিন মুরাদ বলেন, ‘ উপজেলার অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করে জনসেবার ব্যবস্থা করাই আমার অন্যতম পরিকল্পনা। শিক্ষিত হলেও উপজেলার অনেক ছেলে-মেয়ের কাজের সুযোগ না থাকায় বেকার রয়েছেন। তাই তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে উপজেলার উন্নয়নে কাজে লাগাবো।’
জোয়ারের পানি প্রবেশ করে কর্ণফুলীর বিভিন্ন উপজেলা প্লাবিত হয় উল্লেখ করে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে অনেক এলাকা বন্যার পানিতে ডুবে যায়। এসব এলাকা সুরক্ষিত করবো। স্থানীয় নেতৃবৃন্দের ঐক্য এবং সাধারণ মানুষের ভালোবাসায় নির্বাচনে উড়োজাহাজ প্রতীকে জয়ী হবো ইনশাআল্লাহ।’
মতবিনিময় সভায় জাতীয় ও স্থানীয় দৈনিকের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।