নানিয়ারচরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এই সভার আয়োজন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।

এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা ও চলমান বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়।

সভায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান, নানিয়ারচর জোন ১৭ ব্যাংগল ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, নানিয়ারচর থানার এস আই মাহাবুবুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেডিকেল অফিসার সহ আইনশৃঙ্খলা ও মাসিক সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।