নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ

নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনসাধারণ।

বুধবার (১২ মার্চ) চৌমুহনী বাজারের প্রধান সড়কগুলো বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে মোটরসাইকেল স্টেশন সংলগ্ন গুলশাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধরণ। এসময় ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় সমাবেশকারীরা।

বিক্ষোভ মিছিলের লোকজন জানান, দেশে বিচারহীনতার চর্চা চলতে পারে না, কোন ধর্ষকের ঠাই এদেশের মাটিতে হতে পারে না। যদি বিচার বিভাগ সঠিকভাবে বিচার না করে তবে দেশে ধর্ষণের মত ন্যাক্কারজনক কাজ আশংকাজনক হারে বৃদ্ধি পাবে। নারীর নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকবে পরিবার পরিজন। এমন ঘটনার আগেই যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে নারী-শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তরা আরও বলেন, ধর্ষক যেই হোক, দেশবাসীর দাবি ফাসির মাধ্যমে এর নিষ্পত্তি।’ ধর্ষণকারী অবাধে চলাফেরা করলে নতুন করে ধর্ষকের জন্ম হবে। আমাদের এই সমাজে নারীরা ধর্ষিত হতেই থাকবে।

মন্তব্য নেওয়া বন্ধ।