নার্সরা চিকিৎসা ব্যবস্থার হৃৎপিণ্ড—ডা. এটিএম রেজাউল করিম

চট্টগ্রাম নগরীর স্বনামধন্য হাসপাতাল পার্কভিউ হসপিটালে নানা আয়োজনে ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে।

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, সেবাই অর্থনৈতিক শক্তি’ এই প্রতিপাদ্যে পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তভ্যে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন—নার্সরা হলো চিকিৎসা ব্যবস্থার হৃৎপিণ্ড। তাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। তাই পার্কভিউ হসপিটাল নার্সদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে।

আয়োজনের শুরুতে পার্কভিউ হসপিটালের নার্সদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। যা পার্কভিউ হসপিটাল থেকে মির্জাপুল পর্যন্ত প্রদক্ষিণ করে পার্কভিউ হসপিটালে এসে শেষ হয়।
নার্সরা চিকিৎসা ব্যবস্থার হৃৎপিণ্ড—ডা. এটিএম রেজাউল করিম 1

পার্কভিউর কনফারেন্স হলে আলোচনা অনুষ্ঠান কেক কাটার মধ্যে দিয়ে উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, পার্কভিউ হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম এম আলম সাদী, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডাঃ আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা: সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হুমায়ুন কবির।

এতে মাকেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, মাকেটিং টিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।