না ফেরার দেশে খ্যাতিমান রসায়নবিদ ড. মনিরুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের সাবেক সভাপতি খ্যাতিমান রসায়নবিদ অধ্যাপক ড. মুনিরুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ছয়টায় ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশন হাশপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভুঁইয়া।

জানা গেছে, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান।

অধ্যাপক ড. মুনিরুল ইসলাম চবির শহীদ আব্দুর রব হলের প্রথম প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তারঁ মৃত্যুতে চবি ক্যাম্পাস, সাবেক শিক্ষার্থী, শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য নেওয়া বন্ধ।