নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস উত্তোলন করলেন বাংলাদেশের পতাকা

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে কোন মেয়রের হাতে এই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলদেশিদের জন্য এটি গর্বেও ঘটনা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় নিউইয়র্ক সিটির ওয়াল স্ট্রিট এলাকার বাউলিংগ্রীনে (হোয়াইটহল ও ব্রডওয়ের সংযোগ স্থল) মেয়র এরিক এডামস বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

এর আগে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে মেয়র এরিক এডামস বলেন, সিটি হলের উচ্চ পদে কাজ করেন বাংলাদেশি বংশোদ্ভূত মীর বাশার। তিনি কাজ করছেন একজন আফ্রিকান আমেরিকান সিটি মেয়রের সাথে। এটাই আামাদের আমেরিকান ড্রিম। এটাই আমেরিকান সংস্কৃতির সৌন্দর্য। আমরা উভয়েই বুঝি আমাদের এই ডাইভারসিটির গুরুত্ব। আমরা কারা বিশ্বের কোন প্রান্ত থেকে এসেছি, সেটি বিবেচ্য নয়। এখানে আমাদের অংশগ্রহণ করার অধিকার রয়েছে। আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের সুযোগ রয়েছে। আমিই মেয়র হিসেবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পেরে আনন্দিত ও গর্বিত। গত সপ্তাহেও আমার সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটজ মানথ উদযাপন করেছিলাম। আমি এখন আপনাদের একজন নতুন বন্ধু নই, আপনাদের একজন পূরনো বন্ধূ। ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট থাকাবস্থা থেকেই বাংলাদেশিদের সাথে কাজ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশি সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, নিউইয়র্ক সিটি হলের চীফ এডমিনিস্ট্রেটিটিভ অফিসার বাংলাদেশি মীর বাশার, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মইন চৌধুরী, মূলধারার রাজনীতিক মাজেদা উদ্দীন, কমিশনার কেষ্টো।

ফ্লাগ উদ্বোধনী অনুষ্টানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানা সম্পাদক এম এম শাহিন, আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, কৃষিবিদ ড. মকবুল তালুকদার, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, আসিফ আহমেদ, মনিকা রায় চৌধুরী, সবিতা দাস, সাংবাদিক শেখ শফিক রহমান ও সুলতানা রহমান।

মন্তব্য নেওয়া বন্ধ।