চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার এম কে সুপার মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টায় মার্কেটটির এম আর ফ্যাশনে আগুন লাগে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে নন্দন কানন ফায়ার স্টেশনের ২টি ইউনিট আসে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ দোকান থেকে ধোয়া বের হতে দেখে আতঙ্কিত হন, পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। দোকানটিতে শার্ট, প্যান্টসহ গার্মেন্টেসের নানা আইটেম বিক্রি করা হতো।
ফায়ার সার্ভিস কর্মীরা বলছে, প্রাথমিকভাবে ৫-১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ মার্কেটটিতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরু জায়গা হওয়ায় এ মার্কেটটি ঝুঁকিতে রয়েছে বলে জানায় তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।